আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কার্গো জাহাজের কারণে ফতুল্লায় লঞ্চ চলাচলে বিঘ্ন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ জুন ২০২৩ @ ০৪:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুন ২০২৩@০৪:১৩ অপরাহ্ণ
কার্গো জাহাজের কারণে ফতুল্লায় লঞ্চ চলাচলে বিঘ্ন
।।নিজস্ব প্রতিবেদক।। 
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার নৌ পথে কার্গো জাহাজ পার্কিং করায় লঞ্চ চলাচল বিঘ্নিত হয়।  বিভিন্ন প্রতিষ্ঠানের তেল, গ্যাস ও সিমেন্টের কার্গো জাহাজ পার্কিং থাকায় এই সমস্যা হয় বলে জানান নৌ-পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঈদুল আযহা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মো. শফিকুল আরও বলেন, ছোট বড় বিভিন্ন ধরনের লঞ্চ চলাচল করে ফতুল্লা-মুন্সিগঞ্জ নৌ পথে। বিভিন্ন সময়ে এই রুটে নৌ দুর্ঘটনা দেখা যায়। তার প্রধান কারণ হলো এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিং করে রাখা।
এসময় বিআইডব্লিউটিয়ের কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ফতুল্লা রুটে এলোমেলোভাবে কার্গো জাহাজ পার্কিংয়ের বিষয়টি আমারা নজরে নিয়ে এসেছি। এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। আমাদের হাতে একটি প্রকল্প রয়েছে যা ২০২৪ সালের জুন মাসের মধ্যে ওই রুটের সমস্যা সমাধান করা যাবে। এছাড়াও ফতুল্লা রুটে একাধিক মরিং বয়া ঠিক করে দেয়া হয়েছে যেখানে জাহাজগুলো পার্কিং করে রাখা হবে। সেটিও তারা মানছেন না বলে অভিযোগ করেন বিআইডব্লিউটিএ। এক্ষেত্রে বিভিন্ন সময়ে নৌ পথে যদি মোবাইল কোর্ড বসান যায় তাহলে এই সমস্যা সমাধান হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাপতি বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ফতুল্লা এলাকায় নৌপথে যে সমস্যা রয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক। বিভিন্নভাবে ক্ষমতা প্রয়োগ করেন নদীপথে তারা কার্গ জাহাজ পার্কিং করে রাখেন।
নৌ-পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, এবারের ঈদুল আযহার ঈদ যাত্ররা নির্বিঘ্নে নিরাপদে করতে চাই। গত ঈদুল ফিতর যেমন নৌপথে কোন দুর্ঘটনা ঘটেনি তেমন এবারেও ঈদ যাত্রা যেন নিরাপদে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ফতুল্লা নৌ রুটে যদি কোন সমস্যা হয় তাহলে দ্রুত সমাধন করা প্রয়োজন। বিআইডব্লিউটিএর সঙ্গে নৌ পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। ফতুল্লা রুটসহ নদী পথের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights