।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ভারতের গুজরাট উপকূলে আজ বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দফতর আইএমডি। বর্তমানে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আইএমডি জানিয়েছে, সৌরাষ্ট্র এবং কুচ জেলা এবং সংলগ্ন পাকিস্তান উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ঘূর্ণিঝড়টি খুবই তীব্র। এতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আইএমডি জানিয়েছে, ঘূণিঝড় বিপর্যয়ের সঙ্গে ভারি বৃষ্টি হতে পারে। পোড়বন্দর, রাজকোট, মরবি, জুনাগড় এবং আশেপাশের জেলায় ভারি বৃষ্টি হতে পারে।
ভারি বৃষ্টিপাতে ইতোমধ্যে ভারতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এএফপি জানিয়েছে, হতাহতদের মধ্যে দুই শিশু ধসে পড়া দেয়াল চাপায় নিহত হয়েছে, এছাড়া ঝড়ে পড়া গাছ চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীও রয়েছে।
পাকিস্তানের সিন্ধ প্রদেশে আঘাত হানতে পারে বিপর্যয়। দেশটির কর্তৃপক্ষ ইতোমধ্যে ৬২ হাজার মানুষ সরিয়ে নিয়েছে। স্থাপন করা হয়েছে ৭৫টি আশ্রয় শিবির। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সেরি রহমান জানিয়েছেন, তার দেশের ওপর তাৎক্ষণিক হুমকি নেই, তারপরও জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে।