আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রামপুরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

  • In আইন ও অপরাধ, জাতীয়
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ০৫:৩৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@০৫:৩৫ অপরাহ্ণ
রামপুরায় গৃহবধূকে হত্যার অভিযোগ

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর রামপুরায় নিনা খান (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, নিনার স্বামী মধুবাগের হাজীপাড়া এলাকায় তাদের ভাড়া বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পরে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় নিহতর স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
নিহত নিনা খান নরসিংদী জেলার পলাশ থানার সান্তনা পাড়া গ্রামের মৃত সিরাজ উল্লাহ খানের সন্তান। নিনা খান ও তার স্বামী গিয়াস উদ্দিন রামপুরা হাজীপাড়া বিসমিল্লা টাওয়ারের ছয়তলায় ভাড়া থাকতেন। দুজনেই মগবাজারে একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে নিহতের স্বামী নীনা খানকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামপুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই শওকত হোসেন খান সংবাদমাধ্যমকে জানান, ২০১২ সালের এপ্রিল মাসে গিয়াস উদ্দিনের সঙ্গে নিনা খানের বিয়ে হয়। তারা স্বামী স্ত্রী দুজনেই মগবাজার মিট লাইফ ইন্সুরেন্স শওকত এজেন্সিতে কাজ করতেন। গতকাল আমরা খবর পাই রান্নাঘরের চুলা থেকে নিনার গায়ে আগুন লেগেছে। দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্নে এসে দেখি আমার বোন মারা গেছেন। আমরা রামপুরা থানাকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনায় নিহতর স্বামী গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

নিপ্র/কেএইচ/০৯০৬২৩/১৭;৩৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights