আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গুয়েতেমালায় সাংবাদিকের কারাদণ্ড

গুয়েতেমালায় সাংবাদিকের কারাদণ্ড
ছবি- বিবিসি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

অর্থ পাচারের মামলায় গুয়েতেমালার শীর্ষ সাংবাদিক জোসে জামোরাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ৬৬ বছরের এই সাংবাদিককে ৩৮ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। তবে ব্লাকমেইল ও প্রভাব বিস্তারের অভিযোগ থেকে তাকে নিস্কৃতি দিয়েছে আদালত। মানবাধিকার গ্রুপগুলো বরাবরই এই মামলার নিন্দা জানিয়ে আসছে। আর জামোরা নিজে দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক নিপীড়ন।

জোসে জামোরা এল পেরিয়োডিকো সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। এই সংবাদপত্রটি নিয়মিতভাবে প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিম্মাত্তেই এবং তার মিত্রদের সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগের খবরাখবর প্রকাশ করে। ৩০ বছরের পুরনো পত্রিকাটি গত মে মাসে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গুয়েতেমালার রাজধানী শহরে মামলার শুনানিতে প্রসিকিউটররা সাংবাদিক জোসে জামোরার ৪০ বছরের কারাদণ্ডের আবেদন করেন। আদালতের বাইরে জামোরা নিজেকে নির্দোষ দাবি করেন। তার দাবি প্রেসিডেন্ট জিম্মাতির সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ভয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসন নিতে বাধ্য হয়েছেন তার স্ত্রী।

মানবাধিকার গ্রুপগুলো বলছে, বুধবার দেয়া আদালতের রায় মধ্য আমেরিকার দেশটিতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার সর্বশেষ নজির। গুয়েতেমালার সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগেই এই নজির তৈরি হয়েছে। ওই নির্বাচনের চার বিরোধী প্রার্থীকে ইতোমধ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এল পেরিয়োডিকো পত্রিকায় অভিযান চালানোর পর গত জুলাই মাসে গুয়েতামালা শহরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে জামোরাকে গ্রেপ্তার করা হয়। এই বর্ষীয়ান সাংবাদিক বেশ কয়েকটি আন্তর্জাতিক পদক অর্জন করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights