।।মুন্সিগঞ্জ প্রতিনিধি।।
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মোটরসাইকেলের পিছনে দ্রুত গতিতে এসে অন্য মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে সংঘর্ষে ইয়াসিন(২২) ও সাইমন(১৮) নামে দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগরের জুশুরগাঁও মুশুরীপাড়া রাস্তার মাথায় দোহারগামী বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে স্থানীয়রা উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক ইয়াসিন(২২) কে মৃত ঘোষণা করেন এবং আরেক মোটরসাইকেলের আরোহী সাইমন(১৮) এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সাইমন(১৮) কে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ইয়াসিন(২২) শ্রীনগর উপজেলার গিয়াসউদ্দিনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভের ছোট ভাই। সাইমন শ্রীনগরের বাবুদিঘীরপাড়ের শামসুলের ছেলে এবং নিহত ইয়াসিনের দোকানের কর্মচারী ছিলো।
দুর্ঘটনায় নিহতের ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম রাত ১২টায় বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ কমলেশ জানান, “দুর্ঘটনার পর পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে, ইয়াসিনকে হাসপাতালে আনার আগেই মারা যায়। সাইমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছিলো। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।”