আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভুয়া পর্চা দলিল তৈরীর অপরাধে যুবককে ১৫ দিনের কারাদন্ড

ভুয়া পর্চা দলিল তৈরীর অপরাধে যুবককে ১৫ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর।

দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিপ্র/পি/তারিখ:১৪০৬২৩/১৪:০৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights