আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডোমারে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডোমারে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর ডোমারে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ইং অর্থ বছরে ২০২৩-২৪ইং মৌসুমে রোপা আমন ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৩জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ।

উল্লেখ্য যে, ডোমার উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভায় মোট ১হাজার ৩শত জন কৃষকের প্রত্যেককে ৫কেজি করে আমন ধানের বীজ, ১০কেজি করে ড্যাপ সার এবং ১০কেজি ইউরিয়া সার বিতরণ করা হয় ।

কৃষি কর্মকর্তা বিডি হেডলাইন্সকে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে গ্রীষ্মকালীন পেঁয়াজ পাবে ৮৫ জন কৃষক। এদের প্রত্যেকেই ১কেজি করে পেঁয়াজ বীজ, ২০কেজি ড্যাপ সার এবং ২০কেজি পটাস সার প্রদান করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights