আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পাল্টা হামলায় ৩ গ্রাম কেড়ে নেয়ার দাবি ইউক্রেনের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১২ জুন ২০২৩ @ ১০:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুন ২০২৩@১০:১৬ পূর্বাহ্ণ
পাল্টা হামলায় ৩ গ্রাম কেড়ে নেয়ার দাবি ইউক্রেনের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম ফের কেড়ে নেয়ার দাবি করেছে ইউক্রেন। দীর্ঘ প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরুর পর এটাই প্রথম সফলতার দাবি তাদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা ডনেটস্ক অঞ্চলের ব্লাডাটনে এবং নেস্কুচনে গ্রামের পাশে উদযাপনে মেতে উঠেছে।কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, কাছের মাকারিভকা গ্রামও উদ্ধার করা হয়েছে।

গত শনিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার দেশের দীর্ঘ প্রতিক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এরপরই এসব গ্রাম উদ্ধারের খবর জানা গেছে। তবে মস্কো এখন পর্যন্ত এসব গ্রামে পতনের কথা নিশ্চিত করেনি। এরপরিবর্তে তারা ইউক্রেনীয় হামলা নস্যাৎ করে দেয়ার দাবি করেছে।

এদিকে, জাপোরিঝজ্জিয়া অঞ্চলের আরেকটি বাঁধ রাশিয়া উড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এর আগে গত সোমবার নোভা কাখোভকা বাঁধ ধ্বংস করে দেওয়া হলে ব্যাপক বন্যা ছড়িয়ে পড়ে।

ইউক্রেন বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বাঁধটি উড়িয়ে দেয়া হয়েছে। এর জন্য রাশিয়াকেই দায়ী করেছে তারা। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন বলেছেন, মস্কোর বাহিনী নোভোদারিভকা গ্রামের কাছে দ্বিতীয় একটি বাঁধ উড়িয়ে দিয়েছে। এর ফলে ‘মোকরি ইয়ালি নদীর উভয় তীরে বন্যা দেখা দিয়েছে’।

ইউক্রেনীয় মুখপাত্র দাবি করেন, তাদের বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ইচ্ছাকৃতভাবে বাঁধটি উড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযোগের বিষয়ে এখনো মুখ খোলেনি রাশিয়া। তবে আগের বাঁধটি উড়িয়ে দেয়ার কথা অস্বীকার করে তারা। এজন্য ইউক্রেনকেই দোষারোপ করে রাশিয়া।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights