আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নারীদের সপ্তাহিক হাট

নারীদের সপ্তাহিক হাট

।।নিজেস্ব প্রতিবেদক।।

নরসিংদীতে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের নিজস্ব পণ্য কেনাবেচা এবং প্রদর্শন হাট। শনিবার বিকেলে পৌর শহরের ভেলানগরে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ১৯জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে এই হাট শুরু হয়।

নরসিংদী জেলা উদ্যোক্তাদের মেলা নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগ এটি। সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের পণ্য নিয়ে হাজির হয়েছেন। কেউ এনেছেন শাড়ী, কেউ থ্রিপিস, ওড়না কেউবা আবার প্রসাধনী সামগ্রী। বিভিন্ন ফলের আচাড় এবং পিঠাসহ নানাবিধ খাদ্য সামগ্রীও প্রদর্শন করতে দেখা গেছে অনেককে। সাবরিনা সরকার নামে আয়োজকদের একজন জানান- একদম ছোট এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আমাদের এই হাট। পূর্ববর্তী সময়ে আমরা একটি নির্মানাধীন ভবনের মেঝেতে কাজ করতাম, কিন্তু এখন থেকে প্রতি শনিবার বিকেলে এই স্কুল মাঠেই হাট বসবে। হাটে যেকোনো উদ্যোক্তা বিনামূল্যে পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের সুযোগ পাবে। এটি সপ্তাহে হাট।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights