আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মার্কিন সাম্রাজ্যবাদের’ নিন্দায় মিছিল উ. কোরিয়ায়

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৬ জুন ২০২৩ @ ১১:২০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুন ২০২৩@১১:২০ পূর্বাহ্ণ
মার্কিন সাম্রাজ্যবাদের’ নিন্দায় মিছিল উ. কোরিয়ায়

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের নিন্দা জানিয়ে পিয়ংইয়ংয়ে গণমিছিল করেছে উত্তর কোরিয়া। কোরীয় যুদ্ধ শুরুর ৭৩তম বার্ষিকী উপলক্ষে এই মিছিল থেকে ‘প্রতিশোধের যুদ্ধের’ শপথ নেয়া হয়েছে।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, রাজধানী জুড়ে এসব মিছিলে অংশ নিয়েছে এক লাখ ২০ হাজার তরুণ ও শ্রমিক। এতে ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সদস্যরাও অংশ নেন।

মিছিল ও সমাবেশের যেসব ছবি প্রকাশ হয়েছে তাতে একটি স্টেডিয়াম ভর্তি মানুষ দেখা গেছে। তাদের বেশিরভাগেরই সাদা শার্ট পরা ছিল। কিছু মানুষকে মুঠি আকাশে ছুড়ে মিছিলও করতে দেখা গেছে। অনেকের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, ‘যুক্তরাষ্ট্রের পুরো মূল ভূখন্ড আমাদের ছোড়া গুলির পাল্লার মধ্যে’ ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী’।

কোরীয় যুদ্ধ শুরু হয় ১৯৫০ সালের ২৫ জুন। ওই সময় উত্তর কোরিয়া পুরো কোরীয় উপদ্বীপ নিজেদের দখলে নিতে দক্ষিণ কোরিয়ায় হামলা শুরু করে। তিন বছর চলা এই যুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন দেয় রাশিয়া ও চীন। আর দক্ষিণে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘের বাহিনী। এই যুদ্ধে ২০ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights