ইন্টারন্যাশনাল ডেস্ক
পাকিস্তানের উত্তরপশ্চিম অঞ্চলে ভারি বর্ষণে বাড়িঘর ধসে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় জোরালো বৃষ্টি এবং ভূমি ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা খাতির আহমেদ। এছাড়া আরও ১৪৫ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
আহতদের জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান খাতির আহমেদ। গত মাসে ওই অঞ্চলে গ্রীষ্মকালে নজিরবিহীন তুষারধসের ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েক জনের মৃত্যু হয়।
শনিবারের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। উদ্ধার তৎপরতা দ্রুত শেষ করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি।
এছাড়া ঘূর্ণিঝড় বিপর্যয় এগিয়ে আসতে থাকায় জরুরি পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে দেশটির দক্ষিণে আঘাত হানতে পারে।
গত বছর পাকিস্তানে ভারি বৃষ্টিতে নজিরবিহীন বন্যায় হয়। এতে অন্তত এক হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয় প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ।
ইডে/ কেএইচ/১১০৬২৩/১০;৫৭