স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলার পাটগ্রামের বাউরায় ইতি (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এ ঘটনায় নিহতের শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার(০৯জুন) রাত আনুমানিক ১০টার দিকে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শশুর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় মৃতের শাশুড়ি আমেনা (৫৭)কে আটক করে পুলিশ। ইতি বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে ট্রাকের হেল্পার আল আমিনের (২২) স্ত্রী। নিহত ইতি পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার ইস্রাফিল ইসলাম মেয়ে।
নিহত ইতির মা দ্বিতীয় বিয়ে করায় পাটগ্রাম উপজেলার জো়ংড়া ইউনিয়ন আলাউদ্দিন নগরে মায়ের দ্বিতীয় স্বামী জহুরুলের বাড়িতেই ইতি মূলত আসা যাওয়া করতো। ইতির ননদ দুলালি বিডি হেডলাইন্সকে বলেন- গত কয়েক দিন ধরে আলআমিন বাড়িতে না আসায় বাড়ীতে মনোমালিন্য চলছিলো। শুক্রবার রাত ১০টার দিকে পরিবারের সবাই ভাত খেয়ে ঘুমাতে যায়। ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে ইতির শাশুড়ি খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পেয়ে বেঁড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক গৃহবধু ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তার শাশুড়ীকে আটকের বিষয়ে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
স্টারি/কেএইচ/তারিখ:১০০৬২৩/১৬;৩৯