আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক কারবারি আটক

জয়পুরহাটে বিপুল পরিমাণ চোলাই মদসহ মাদক কারবারি আটক

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি।।

জয়পুরহাটে ১০২০লিটার দেশি চোলাই মদসহ উত্তম কুমার কুর্মি নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক উত্তম কুমার কুমি জয়পুরহাট সদর উপজেলার পালি কুর্মিপাড়া গ্রামের সুরেন কুর্মির ছেলে।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আটক উত্তম কুমার কুর্মি দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলো। সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১০২০লিটার দেশি চোলাই মদসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, উত্তম কুমার কুমি দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জজেপ্র/এসআর/০৯০৬২৩/২০:৫৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights