আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে পাইপ বোঝাই ট্রাক উল্টে গিয়ে নিহত ১, আহত ৪

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ০৬:৫৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@০৬:৫৬ অপরাহ্ণ
কালীগঞ্জে পাইপ বোঝাই ট্রাক উল্টে গিয়ে নিহত ১, আহত ৪

মোসলেম উদ্দিন রনি
।।স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-বুড়িমারী মহাসড়কে পাইপ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ওমর আলী(৩০) নামে একজন নিহত হয়েছে। এছাড়া আরও ২জন আহত হয়েছে। শুক্রবার (৯জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- নীলফামারীর আদর্শপাড়া জলঢাকার এলাকার মোঃ লুতফর রহমানের ছেলে ওমর আলী(৩০)। আহত ব্যক্তিরা হলেন- নূরমোহাম্মদ(১৮) ও মামুনুর রশিদ(৩০) সবাই নীলফামারীর আদর্শপাড়া জলঢাকা এলাকার বাসীন্দা।

প্রত্যক্ষদর্শীরা বিডি হেডলাইন্সকে জানান, সকালে একটি পাইপ বোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ অভিমুখ হয়ে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে উল্টে পড়ে ঘটনাস্থলে একজন মৃত্যু হয়। এতে দুইজন আহত হয়। ট্রাকে থাকা যাত্রীরা রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই পাইপ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশেই উল্টে পড়ে থাকে। ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়।

স্টারি/কেএইচ/০৯০৬২৩/১৮;৫৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights