আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মার্কিন ভিসানীতির কারণে সরকারের সুর নরম হয়েছে- মির্জা ফখরুল

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৩০ মে ২০২৩ @ ০৮:০০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৮:০০ পূর্বাহ্ণ
মার্কিন ভিসানীতির কারণে সরকারের সুর নরম হয়েছে- মির্জা ফখরুল
ছবি- ফাইল ছবি

।। নিজস্ব প্রতিবেদক ।।

মার্কিন ভিসানীতির কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সুর নরম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার তিনি বলেছেন, ‘কত লাফালাফি করেছে। এই তো ক’দিন আগেই তাদের কত দম্ভ। এখন কিন্তু লাফালাফি কমে এসেছে; সুর নিচে নেমে গেছে। এখন বলছে আমরা সংঘাত চাই না।

আলোচনা চাই।’ সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘এখন নাকি আমেরিকা থেকে রেমিট্যান্স আসছে। আসলে চোরেরা চুরি করে যত পাচার করেছে সেগুলো ফেরত আনছে। কারণ আড়াই শতাংশ ইনসেনটিভ পাবে সে জন্য। এ দেশ থেকে যারা আমেরিকায় যায়, তাদের বেশিরভাগই বাড়িভিটা বিক্রি করে যায়, তারা রেমিট্যান্স পাঠায় না, রেমিট্যান্স পাঠায় মূলত মধ্যপ্রাচ্যে যারা থাকে।

তিনি আরও বলেন, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং হবে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতার পরিবর্তন চাই।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights