আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ডোমারে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

  • In ধর্ম, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৯ জুন ২০২৩ @ ০৫:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুন ২০২৩@০৫:০৫ অপরাহ্ণ
ডোমারে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

মোসাদ্দেকুর রহমান সাজু
।।ডোমার প্রতিনিধি।।

গত কয়েকদিন ধরে ভ্যাপসা ও অসহনীয় গরমের কারণে সর্বস্তরের মানুষের দুর্ভোগের পাশাপাশি বৃদ্ধ এবং শিশুদের নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় যুব সমাজের আয়োজনে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমতের বৃষ্টির জন্য নীলফামারীর ডোমারে ইস্তিকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছবি বিডিহেডলাইন্স

শুক্রবার (৯জুন) সকাল সাড়ে ৯টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ইস্তিকার নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। ইস্তিকার নামাজ পড়ার জন্য ডোমার কেন্দ্রীয় ঈঁদগাহ ময়দানে শতশত মানুষ ছুটে আসে এক পশলা রহমতের বৃষ্টির আশায়। উক্ত নামাজে ইমামতি করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।

এসময় নামাজের পরে খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে তাদের চোখের পানি ফেলে এক পশলা রহমতের বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া প্রার্থনা করেন। ইস্তিসকার নামাজে বিভিন্ন এলাকার ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, সাধারণ মুসুল্লিরাসহ প্রায় ৫শতাধিক মানুষ ইস্তিকার নামাজে অংশ গ্রহণ করেন।

ডোপ্র/কেএইচ/০৯০৬২৩/১৭;০০

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights