আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লালমনিরহাট পৌর মেয়রের সাথে বিডি হেডলাইন্সের সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ০৪:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@০৪:২৪ অপরাহ্ণ
লালমনিরহাট পৌর মেয়রের সাথে বিডি হেডলাইন্সের সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান

মোঃ বিপুল ইসলাম
।।স্টাফ রিপোর্টর।।

৮জুন বৃহস্পতিবার ২০২৩ ইং লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন “বিডি হেডলাইন্স ২৪ ডট কম” এর পক্ষে ডেপুটি চিফ রিপোর্টার মিজানুর রহমান মিলন। এ সময়ে তার সাথে ছিলেন বিডি হেডলাইন্সের স্টাফ রিপোর্টার মোহাম্মদ বিপুল ইসলাম।

দ্বিপাক্ষিক আলাপচারিতার মধ্যে পৌর মেয়র রেজাউল করিম স্বপন বিডি হেডলাইন্সকে সাধুবাদ জানিয়ে এবং বিডি হেডলাইন্সের অগ্রগতি কামনা করে শুভেচ্ছা প্রদান করে বলেন- গণমাধ্যমের সুষ্ঠু ধারা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিডিহেডলাইন্স দেশ ও জাতী গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তিনি বিডি হেডলাইন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মতবিনিময় শেষে বিডিহেডলাইন্সের পক্ষ থেকে ডেপুটি চীফ রিপোর্টার মিজানুর রহমান মিলন মেয়র রেজাউল করিম স্বপনের হাতে সৌজন্য উপহার হিসেবে বিডি হেডলাইন্সের লোগো সম্বলিত একটি ঘড়ি তুলে দেন।

পরে মেয়র রেজাউল করিম স্বপন বিডিহেডলাইন্সের প্রতি সাফল্য কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- আমাদের জেলায় এরকম একটি উন্নত গণমাধ্যম প্রয়োজন ছিল। আমরা তা পেয়েছি।

স্টারি/কেএইচ/০৮০৬২৩/১৬;২৪

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights