লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দইখাওয়া বাজারের একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে ২২জন গুরুতর অসুস্থ হয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে অসুস্থ ২২জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। গত শনিবার সকালে উপজেলা দইখাওয়া বাজারে চিড়ার মিল এলাকার লোকজন ওই হোটেলে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকার একটি রেস্টুরেন্টে পরাটা ও ডাল খাওয়ার ৫-৮ ঘণ্টা পর পেটে ব্যথা, বারবার পাতলা পায়খানা ও বমি, জ্বর হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় পরিবারের লোকজন শনিবার রাতে ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন পর্যন্ত অসুস্থ ২২জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন- রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে ২২জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দইখাওয়া বাজারের স্থানীয় ব্যক্তি আমিনুর রহমান বলেন, ওই হোটেলের খাবার যারাই খেয়েছে তারাই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।