আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গ্রীষ্মের ফসলের দাম বাড়ালো ভারত

গ্রীষ্মের ফসলের দাম বাড়ালো ভারত

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ধান ও তুলার মতো গ্রীষ্মকালীন ফসলের সরকার নির্ধারিত মূল্য বাড়িয়েছে ভারত। আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে কৃষকদের খুশি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত সরকার প্রতিবছর এক ডজনের বেশি ফসলের জন্য মূল্য নির্ধারণ করে দেয়। কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে বেশি মূল্য বাড়ানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে সরকারের রাজস্ব ও মূল্যস্ফীতি বাড়তে পারে।

মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী পিযুশ গোয়াল জানান, এবছর এক টন ধান কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৮৩ রুপিতে ক্রয় করা হবে। যা গত বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।

গত বছর সেপ্টেম্বরে চাল রফতানি নিষিদ্ধ করে ভারত। পরে ধানের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। এছাড়া বিভিন্ন ফসল রফতানির ক্ষেত্রে ২০ শতাংশ কর আরোপ করেছে। স্বাভাবিকের তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তুলার মূল্য বেড়েছে প্রায় ৯ শতাংশ। নতুন মূল্য অনুসারে প্রতি ১০০ কেজির মূল্য ৬ হাজার ৬২০ রুপি। এই বৃদ্ধি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights