আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শুধু সমালোচনা নয় এবার গায়ক নোবেল রিমান্ডেঃ

  • In আইন ও অপরাধ, বিনোদন
  • পোস্ট টাইমঃ ২০ মে ২০২৩ @ ০৩:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ মে ২০২৩@০৬:৫৫ পূর্বাহ্ণ
শুধু সমালোচনা নয় এবার গায়ক নোবেল রিমান্ডেঃ

বিডিহেডলাইন্স ডেস্ক:

আলোচনা, সমালোচনা একের পর এক বিপত্তির এবার গায়ক নোবেল রিমান্ডে। প্রতারণার মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৬এপ্রিল কুড়িগ্রাম ফুলবাড়িতে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের অসংলগ্ন আচরণে ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুঁড়েছেন দর্শক। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিমাত্রায় নেশাগ্রস্হ থাকায় এমনটি হয়েছে বলে জানা যায়।

এদিকে প্রতারণার মামলায় শনিবার ২০মে গ্রেফতারের পর তাকে ঢাকার আদালতে প্রেরণ করেন পুলিশ। তাকে তিনদিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরির্দশক হুমায়ুন কবির। অন্যদিকে নোবেলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানী শেষে ঢাকার মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবির জামিন আবেদন নাকচ করে নোবেলের একদিন রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম বলেন- কাঠগড়ায় নোবেল স্বাভাবিক ছিলেন। তিনি শুনানির সময় কোনো কথা বলেননি।

জানা যায়, শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে শুক্রবার ঢাকার মতিঝিল থানায় মামলা হয় নোবেলের বিরুদ্ধে। পুলিশ জানায়, থানায় মামলাটি করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি।

সেই মামলায় শনিবার ভোরে নোবেলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান। মামলার অভিযোগ জানা যায়,  গত ২৮এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে এক লাখ ৭৫হাজার টাকার চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় ১লাখ ৭২হাজার টাকা দেওয়াও হয়েছিল। কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি।যে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের। বিড়ম্বনায় পড়ে অপমানিত হতে হয় আয়োজকদের।

উল্লেখ্য ২০১৯সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights