আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বাঁধভাঙা পানিতে মাইনের ভয়, খেরসন ছাড়ছে বাসিন্দারা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৮ জুন ২০২৩ @ ১১:১৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ জুন ২০২৩@১১:১৬ পূর্বাহ্ণ
বাঁধভাঙা পানিতে মাইনের ভয়, খেরসন ছাড়ছে বাসিন্দারা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের এক গুরুত্বপূর্ণ বাঁধ বিস্ফোরণে ভেঙে যাওয়ায় ওই অঞ্চলে ছড়িয়ে থাকা ল্যান্ডমাইন বিপর্যয় টেনে আনতে পারে বলে সতর্ক করেছে রেড ক্রস। পানি বাড়তে থাকায় খেরসনের বেশ কিছু এলাকা থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নেয়া হয়েছে।

নোভা কাকোভকা বাঁধটি উড়িয়ে দেয়ার জন্য পরস্পরকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রুশ নিয়ন্ত্রিত ওলেস্কি এলাকায় বন্যাজনিত কারণে তিন জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ওলেস্কির নির্বাসিত ইউক্রেনীয় মেয় ইয়েভেন রিস্চুক সেখানে হতাহত আরও বেশি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

দাতব্য প্রতিষ্ঠান রেড ক্রসের অস্ত্র বিষয়ক ইউনিটের প্রধান এরিক টোলেফসেন সতর্ক করে বলেছেন ডুবে যাওয়া মাইন কেবল খেরসনের বাসিন্দাদের নয়, তাদের সহায়তায় এগিয়ে যাওয়াদের জন্যও বড় ভয়ের কারণ হেয়ে উঠেছে। তিনি বলেন, আমরা জানতাম কোথায় এই বিপদ আছে। এখন আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হলো ভাটির দিকে এগুলো আছে।

ইউক্রেনীয় বাহিনীর দক্ষিণ কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুসেনিউক বলেন, রুশ নিয়ন্ত্রিত এলাকায় বহু পদাতিক বাহিনীরোধী মাইন ডুবে গেছে, কোনো কোনোটি ভাসমান মাইনে পরিণত হয়েছে। এগুলো কোনো কিছুতে আঘাত পেলে বিস্ফোরিত হতে পারে বলে জানান তিনি।

রাশিয়া নিয়ন্ত্রিত নোভা কাকোভকা বাঁধটি মঙ্গলবার ভোরের দিকে বিস্ফোরনের পর ভেঙে যায়। এতে ভাটির দিকে পানি বাড়তে থাকলে দ্রুত হাজার হাজার মানুষ সরিয়ে নেয়া শুরু হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, খেরসনে নদী সংলগ্ন ৩০টি শহর ও গ্রাম বন্যা কবলিত হয়েছে। প্রায় ২ হাজার বাড়ি ডুবে গেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights