।।ঢাবি প্রতিনিধি।।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৯ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী। সংখ্যার হিসেবে পাশ করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
গতকাল বুধবার (৭ জুন) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ইউনিটের ফল ঘোষণা করেন।
গত ৬ মে অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের পরীক্ষা। মোট ১৭৪৪ আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন পড়েছিল এক লাখ ১৫ হাজার ২২৩টি। এতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
কলা, আইন ও সাসাজিক বিজ্ঞান ইউনিটের ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৪৮৭ জন, মানবিক থেকে ৬ হাজার ৩১ জন ও ব্যবসায় শিক্ষায় ৬৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
ঢাপ্র/কেএইচ/০৭০৬২৩/১৮;৪৮