।।জয়পুরহাট প্রতিনিধি।।
জয়পুরহাটে সাইয়েদিনা মোহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ) দ্বীনি মারকাজ এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে এতিমখানা ভবনে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান হোসেন, চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাইয়েদিনা মোহাম্মদুর রসুলল্লাহ (সাঃ) দ্বীনি মারকাজ এতিমখানা মাদ্রসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, এতিমখানা মাদ্রাসার ছাত্রদের জন্য নিজ উদ্যোগেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার চেষ্টা করি। আজ ব্যস্তবায়ন হওয়ায় অনেক খুশি। পড়াশোনার পাশাপাশি ছাত্ররা কারিগরি শিক্ষা গ্রহন করতে পারবে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে এতিম ছাত্রদের উন্নত শিখরে পৌঁছানো সম্ভব। আর কর্মময় জীবনে অনেকেই কারিগরি শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন করবে।