আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঢাকা ১৭ আসন উপনির্বাচন: অভিযোগ নিয়ে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১১:৫৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১১:৫৭ পূর্বাহ্ণ
ঢাকা ১৭ আসন উপনির্বাচন: অভিযোগ নিয়ে ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম

।।নিজস্ব প্রতিবেদক।।

অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা। সোমবার (১৭ জুলাই) সকাল ৯ টায় বনানী মডেল স্কুল কেন্দ্রে এসে কেন্দ্র পরিদর্শন শেষে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। ভোট বর্জন করে তিনি বলেন- আমি একজন প্রার্থী। অথচ প্রথমে আমাকে কেন্দ্রেই ঢুকতে দেয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন- প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি। কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

তিনি বলেন- তারা (ম্যাজিস্ট্রেট) নীরব ভূমিকা পালন করছেন। এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ব্যালট পেপারে। নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। তবে ভোটকেন্দ্রের ভোট কক্ষগুলোতে সিসি ক্যামেরার নজরদারি রয়েছে বলে ইসি জানান।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights