আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কক্সবাজারে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ অক্টোবর ২০২৩ @ ০৮:৩৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ অক্টোবর ২০২৩@০৮:৩৪ পূর্বাহ্ণ
কক্সবাজারে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি

শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে কক্সবাজার থেকে মহেশখালী যাচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাট পরিচালনার দায়িত্বে থাকা লোকজন শটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা থেকে মহেশখালী ফেরার জন্য ঘাটে মানুষের ভিড় ছিল। কিন্তু পর্যাপ্ত বোট না থাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। ওইসময় ৪০/৫০ জন যাত্রী একটি কাঠের বোটে উঠলে বোটটি উল্টে গিয়ে যাত্রীরা পানিতে পড়ে যায়। তাদের মধ্যে একাধিক নারী ও শিশু ছিল।

তারা জানান, কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোন যাত্রী নিখোঁজ আছে কিনা তাৎক্ষণিক জানা যায় নি। তবে শিশু ও নারী যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা।

যাত্রীরা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু কোন যাত্রী নিখোঁজ আছে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেয় নি ঘাট কর্তৃপক্ষ।

কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান জানান-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights