আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বটিয়াঘাটা উপজেলায় ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধার চির বিদায়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ জুন ২০২৩ @ ১২:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ জুন ২০২৩@১২:৩৭ অপরাহ্ণ
বটিয়াঘাটা উপজেলায় ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধার চির বিদায়

উৎপল রায়
।।দাকোপ প্রতিনিধি।।

বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট গ্রামের কৃতি সন্তান বটিয়াঘাটাবাসীর গর্ব বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন জনাব আফজাল হোসেন শেখ দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার পর গতকাল রাত ১০ঘটিকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত কালে তিন ছেলে এক মেয়ে রেখে যান।

ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধার চিরবিদায় বটিয়াঘাটা মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাংলার বুকে এই ধরনের সাহসী সূর্য সন্তানেরা ছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তিনি দীর্ঘদিন ধরে বটিয়াঘাটা মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার একজন সুদক্ষ অভিভাবক ও একজন সাহসী মানুষকে হারালেন।

আজ সকালে তাঁর নিজ বাড়িতে বটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার ও বটিয়াঘাটা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হবে এবং সকল পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।

উরা/কেএইচ/০৭০৬২৩/১২;১২

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights