আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কলকাতা সফর: সালমান খানের নিরাপত্তায় ৭০০ পুলিশ!

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১৪ মে ২০২৩ @ ০৮:১৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ মে ২০২৩@০৮:২৮ পূর্বাহ্ণ
কলকাতা সফর: সালমান খানের নিরাপত্তায় ৭০০ পুলিশ!
  • দীর্ঘ ১৪ বছর পর কলকাতা সফরে আসলেন সালমান খান। শনিবার (১৩ মে) কলকাতায় পৌঁছে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান বলিউড ভাইজান।

এরপর সন্ধ্যায় ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হয়।
শো-য়ে সালমানের সঙ্গে যোগ দেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরো অনেক তারকা।

এ অনুষ্ঠানকে ঘিরে ভাইজানকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে উঠে। নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার ব্যবস্থা।

কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় ছিল ৭০০ পুলিশকর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে ছিল একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, সাতজন ডিসিসহ ৭০০ পুলিশকর্মী

পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়। কলকাতার আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠে ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হয় অনুষ্ঠান। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই কাজ করে কলকাতা পুলিশ।

এদিকে, সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয় ৮টি জোনে। সবথেকে কম দামের টিকিটের দাম ৬৯৯ টাকা এবং সর্বোচ্চ দুই লাখ টাকা রাখা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights