আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় কেন মির্জা ফখরুল?

  • In রাজনীতি, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ জুন ২০২৩ @ ০৬:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ জুন ২০২৩@০৬:২০ অপরাহ্ণ
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় কেন মির্জা ফখরুল?

।।বিশেষ প্রতিনিধি।।

মার্কিন ভিসা নীতি ঘোষণা হওয়ার পর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সকল নেতারাই মার্কিন বিষয়টি নিয়ে বেশ উদগ্রীব। তারই অংশ হিসেবে বিভিন্ন সময় নেতারা মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যাতায়াত করছেন বলে জানা যায়।

আজ ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর পিটার হাসের বাসায় যান মির্জা ফখরুল। বিশেষ সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ১০মিনিটে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি বাসাটি থেকে বের হন।

তবে এ বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই মির্জা ফখরুল কেন গেল এ বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।

তবে এর আগে গত ২৫মে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির(জাপা) নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণা পরের দিন দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ তিন দলের নেতারা।

ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশন চেয়ারম্যান মো. এ আরাফাত। বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আর জাপার পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

বিপ্র/কেএইচ/তারিখঃ ০৬০৬২৩/১৮;১৯

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights