।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
আজ অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত মুখোমুখি। বিশ্বমঞ্চে ষষ্ঠ ট্রফির লড়াইয়ে নামবে অজিরা। অন্যদিকে, ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
তার আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া দলপতি প্যাট কামিন্স।
আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় ৫০ মিনিট ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, টি-স্পোর্টস, এ স্পোর্টস, পিটিভি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ এইচডিতে।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।