উৎপল রায়
।।দাকোপ প্রতিনিধি।।
আজ সকাল ১০টায় খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নে নতুন রাস্তার কাজ উদ্বোধন হয়েছে। ১নং পানখালী ইউনিয়নের লক্ষীখোলা দক্ষিণপাড়ার নতুন রাস্তার কাজ আজ থেকে চলমান যার ফলে এলাকাবাসীর অনেকদিনের আসা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে।
এ রাস্তা হলে গ্রামবাসী অতি সহজে যোগাযোগ ব্যবস্থায় সুফল পাবে দ্রুত এ গ্রামের উন্নয়ন হবে যার ফলে শহরের সাথে ব্যবসা বাণিজ্যে দ্রুত প্রসার ঘটবে। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে এ রাস্তার জন্য দাবি জানিয়ে আসছিলো। এ রাস্তা না থাকায় এলাকার তরমুজ ও মৎস্য চাষিরা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেক পিছিয়ে পড়েছিল। এলাকায় কোন যানবাহন ঢুকতে পারত না। যার ফলে ব্যবসা-বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হতো। তাই রাস্তার কাজ শুরু হওয়াতে এলাকাবাসী তাদের ব্যবসা-বাণিজ্য এলাকার উন্নয়ন হবে বলে আশাবাদী।
১নং পানখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ এ কাজের শুভ উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ সৌদ শেখ ও উপস্থিত ছিলেন গোলাম রসুল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপ/কেএইচ/তারিখ:০৬০৬২৩/১৫:৩৮