মোসলেম উদ্দিন রনি
।।স্টাফ রিপোর্টার ।।
‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্য ও ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫জুন) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। দূষণকারীদের কোনো ভাবেই ছেড়ে দেয়ার সুযোগ নেই। যে পরিবেশ দুষণ করবে তার বিরুদ্ধেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সবাইকে ব্যক্তিগত ভাবেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোউর/কেএইচ/০৫০৬২৩/১৮;৪৯