আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খুলনার দাকোপে বিদায়ী নির্বাহী অফিসার ভালোবাসায় সিক্ত হলেন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুন ২০২৩ @ ০৫:১৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুন ২০২৩@০৫:১৪ অপরাহ্ণ
খুলনার দাকোপে বিদায়ী নির্বাহী অফিসার ভালোবাসায় সিক্ত হলেন

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

দাকোপে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস গনমানুষের ভালবাসায় সিক্ত হলেন। আজ সকাল ১১টা থেকে শুরু করে উপজেলাবাসী, দাকোপ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে পৃথক পৃথক বিদায় সংবর্ধনা।

আবেগ আপ্লুত হয়ে বিদায়ী কর্মকর্তা দাকোপকে নিজের দ্বিতীয় ঠিকানা হিসাবে আজীবন কৃতজ্ঞচিত্রে মনে রাখার কথা ব্যক্ত করেন। চালনা পৌরসভা মিলনায়তনে দাকোপ উপজেলাবাসীর উদ্যোগে নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসকে দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা। দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে এবং শ্রমিকনেতা অমারেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। আরো বক্তব্য দেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অধ্যাপক সুপদ রায়, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জিএম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, চালনা পৌরসভার কাউন্সিলর আবদুল গফুর সানা, মহিলা আওয়ামীলীগ নেত্রী কণিকা বৈরাগী, লিপিকা বৈরাগী, সাংবাদিক আলমগীর হোসেন, দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা দীর্ঘ্য আড়াই বছর দাকোপ বাসীর কল্যাণে নির্বাহী অফিসারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা কৃতজ্ঞচিত্রে স্মরন করে বলেন- বিশেষ করে অনেক প্রতিকুলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি সাহসিকতার সাথে দাকোপের বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে “৭১এর আত্মকথন” নামে যে বইটি আমাদের উপহার দিয়ে গেছেন দাকোপবাসী সেটা কোনদিন ভূলতে পারবেনা।
সভা শেষে উপজেলাবাসীর পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পুষ্প মাল্য ও ক্রেস্ট দেওয়া হয়। এরপর দাকোপ থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কর্মকর্তাকে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে থানা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়।

বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ গাজীর নেতৃত্বে দাকোপ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী কর্মকর্তার হাতে ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর চালনা ডাকবাংলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি জয়প্রকাশ রায় এবং সাধারণ সম্পাদক আজিম হাওলাদারের নেতৃত্বে সমিতির সদস্যরা বিদায়ী নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসকে পুষ্প মাল্য এবং উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন।

উরা/কে এইচ/০৫০৬২৩/১৭;১৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights