আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ওসমান গনী
স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনী বিএসএফের গুলিত এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (৫জুন) রাত ২টার দিকে পাটগ্রামের কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭সাব পিলার-১৩ ভারতের ২০০গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দলের গুলিতে এই বাংলাদেশী নিহত হয়েছে। পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। নিহত বাংলাদেশি পাটগ্রামের জগতবের ইউনিয়নের মেসেরডাঙ্গা এলাকার শাহ জামাল ছেলে ইউসুফ আলী(২৫) ।

বিজিবি ও পুলিশের সূত্রে দাবি, একটি দলে বেশ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার রানীনগর এলাকা থেকে সোমবার রাতে গরু পাচার করছিলেন। ১৬৯রানীনগর বিএসএফ ব্যাটালিয়ানরা তাদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ আলী(২৫) মারা যান।

পাটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য, গোলাম রাব্বানী প্রধান- ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সীমান্তে পড়ে ছিল। বাংলাদেশীকে প্রবেশ করতে দিচ্ছে না, এবং কিছুক্ষণ পর লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

৬১বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পরিচালক লে. কর্নেল এ.এম মাহবুবুল আলম খানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। ভারতের বিএসএফ এর গুলিতে প্রায় দিনেই বাংলাদেশীদের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞ মহল।

ওগ/কে এইচ/০৫০৬২৩/১৬:৩৩

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights