আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিনাম নিয়ে চীনের হুঁশিয়ারি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ জুন ২০২৩ @ ০১:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুন ২০২৩@০১:১৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পরিনাম নিয়ে চীনের হুঁশিয়ারি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের বদলে মতবিরোধ নিরসনে আলোচনার ওপর জোর দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যেকোনো সংঘাত সারা পৃথিবীতে অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে।

রবিবার এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন সাংরি-লা- ডায়ালগে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে বেড়ে ওঠার জন্য সারা দুনিয়া পর্যাপ্ত বড়। পিপলস লিবারেশন আর্মির জেনারেলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সম্মেলনে যোগ দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

গত মার্চে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্লাটফর্মে বক্তব্য রাখেন লি সাংফু। তিনি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবস্থা আলাদা এবং আরও অনেক বিষয়ে দুই দেশের ভিন্নতা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করতে অভিন্ন স্বার্থ খোঁজা অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। সাংফু বলেন, ‘অনস্বীকার্য যে, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় সৃষ্টি করবে।

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নানা দিক দিয়েই তিক্ত অবস্থায় রয়েছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরের উত্তেজনার পাশাপাশি সম্প্রতি চীনা চীপ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
লি শাংফু তার বক্তব্যে অস্ত্র প্রতিযোগিতা জোরালো করায় ‘কিছু দেশের’ সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগও তোলেন তিনি।

সাংফু বলেন, ‘স্নায়ু যুদ্ধের মানসিকতার পুনরুত্থান ঘটছে এবং এতে নিরাপত্তা ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। হুমকি ও আধিপত্যের ওপর পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দেওয়া উচিত।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার দায়ে ২০১৮ সালে লি শাংফুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এরপরও গত শুক্রবার নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে হাত মেলান সাংফু।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১৩:১৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights