আজ ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ফিরে পেয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের বিলিয়নার তালিকায় ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ বিলিয়ন ডলার। এর ফলে তিনি ফ্যাশন ব্রান্ড এলভিএমএইচ এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের ১৮৭ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়িয়ে যান।

চলতি বছরের শুরু থেকে শীর্ষ ধনীর জায়গা নিয়ে আর্নল্ট ও ইলনের মধ্যে লড়াই চলছিল। এই সপ্তাহে এলভিএমএইচ এর শেয়ারের দাম পড়ে গেলে শীর্ষ স্থান হারান তিনি।

গত বছরের ডিসেম্বরে ইলন মাস্ককে ছাড়িয়ে যান আর্নল্ট। ওই সময়ে বিলাস পণ্যের বিক্রি বেড়ে গেলে সম্পদ বেড়ে যায় আর্নল্টের।

টুইটার কেনার পর থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে গেছেন ইলন। তবে চলতি বছরে ফের টেসলার শেয়ারের দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এই কোম্পানিতে মাস্কের শেয়ার প্রায় ১৩ শতাংশ। এছাড়া মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স এর মালিকও মাস্ক।

ইডে/এসআর/তারিখ:০৪০৬২৩/১৩:০৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights