।।স্টাফ রিপোর্টার।।
বিডিহেডলাইন্স এর অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী জনাব মোঃ নুরজ্জামান আহমেদ শুভেচ্ছা বাণী পাঠান।
বাণীতে মন্ত্রী বলেন গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজ বিনির্মাণে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।
নিরাপদ ও মুক্ত গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে গণমাধ্যমের নিরপেক্ষতা ও সক্রিয়তা বজায় রাখতে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক সাংবাদিক সহ সবার দায়িত্বশীল ভূমিকা একান্ত প্রয়োজন।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিডি হেডলাইন্স ২৪ডট কম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সঠিক তথ্য প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।