আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সাংসদ আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২ জুন ২০২৩ @ ০৭:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুন ২০২৩@০৭:২৬ অপরাহ্ণ
সাংসদ আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. আফছারুল আমিন। এ সময় তার বয়স হয়েছিল ৭২বছর। পারিবারিক সূত্রে জানা যায়- ২০২০সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিতেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আফছারুল আমীন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া মৃত্যুর আগে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন বর্ষীয়ান এই নেতা।

বিডিহেডলাইন্স/এমকে/তারিখ:০২০৬২৩/১৯:২৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights