মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান, উপজেলা কৃষক লীগের সভাপতি ফণীভূষণ ভদ্র মাধুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান বলেন, চলতি আমন মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৭২৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৯৭০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।