।।নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর দিঘিরপাড় এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।
ওসি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের যাত্রীবাহী একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উদ্ধার তৎপরতা চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক লেনে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল।