আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

উহানের ল্যাবে করোনা শুরুর সরাসরি প্রমাণ নেই- মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

উহানের ল্যাবে করোনা শুরুর সরাসরি প্রমাণ নেই- মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহান শহরের ইনস্টিটিউট অব ভাইরোলোজির ল্যাব থেকে করোনা শুরু হওয়ার কোনো সরাসরি প্রমাণ নেই। শুক্রবার প্রকাশিত চার পাতার ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে তারা মহামারি কোন জায়গা থেকে শুরু হয়েছে তা নির্ণয়ে ব্যর্থ হয়েছেন। তবে কোনো পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উড়িয়ে দেননি তারা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সুনির্দিষ্ট উদ্ভবস্থল খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা। এছাড়া উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়ারও কোনো সুনির্দিষ্ট ঘটনা পাওয়া যায়নি।

এছাড়া মহামারি শুরুর আগেই উহানের কয়েকজন গবেষক শ্বাসযন্ত্র সংক্রান্ত লক্ষণে আক্রান্ত হয়েছিলেন বলে যে খবর সামনে এসেছে তারও কোনো সত্যতা পায়নি মার্কিন গোয়েন্দারা। তারা বলছেন, তাদের লক্ষনের সঙ্গে করোনার মিল ছিল না।

যুক্তরাষ্ট্রের চারটি বড় সংস্থার বিশ্বাস করোন প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে। তবে দুটি সংস্থা- জ্বালানি বিভাগ এবং এফবিআই মনে করে ভাইরাসটি পরীক্ষাগার থেকে ছড়িয়েছে। সিআইএ এবং অন্য সংস্থাগুলো কোনো ধারণা আগাম দেয়নি।

মার্কিন কংগ্রেস ৯০ দিনের মধ্যে উহানের পরীক্ষাগার সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশে আইন প্রণয়ণের পর ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights