মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় মিগজাউমের মেহেরপুরে রাত থেকে শুরু হয়েছে হালকা ও মাঝারি বৃষ্টি। জেকে বসেছে শীত, আকাশ মেঘাচ্ছন্ন। ফলে ঘর থেকে বের হতে পারেনি সাধারণ খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত করেছিল গত মঙ্গলবার।
এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থেকেছে। গতকাল বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মেহেরপুরে ১৫.৬ মিলিমিটার বৃষ্টিরপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৯ টায় মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে দিনভর টানা বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে যারা দিনমজুর তারা কেউই কাজে বের হতে পারেনি। এছাড়াও মেহেরপুর শহরে রিক্সা ইজিবাইক সহ সকল ধরনের যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম।