আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, গৃহবধু আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৭:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৭:৪৯ অপরাহ্ণ
বগুড়ায় যুবকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, গৃহবধু আটক

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তা নিয়ে বাকবিতণ্ডার সময় প্রতিবেশী যুবকের ধাক্কায় আব্দুল হাকিম মন্ডল (৫৮) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক গৃহবধুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বাকপাল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল হাকিম ওই এলাকার মৃত মছো মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, নিহত বৃদ্ধ কৃষি কাজ করতেন। দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তা নিয়ে আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী বেলালের বাকবিতণ্ডা হয়। এসময় হাতাহাতির এক পর্যায়ে বেলালের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য বেলালের স্ত্রীকে থানায় আনা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights