আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ট্রাক চাপায় অটোভ্যান আরোহীর মৃত্যু, আহত ৩

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০৩:৩২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০৩:৩২ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রাক চাপায় অটোভ্যান আরোহীর মৃত্যু, আহত ৩

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের নগরকান্দায় ট্রাক চাপায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে আরো তিন ব্যাক্তি।

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তালমা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ঝর্না বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সালাম সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, অটোভ্যানে ঝর্না বেগম সহ চার জন ফরিদপুরের দিকে আসছিলেন। তালমা মোড় নামক স্থানে পৌঁছামাত্রই পেছন দিক থেকে একটি ট্রাক এসে অটোভ্যানকে চাপা দিলে ভ্যানে থাকা ঝর্না বেগম ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যানে থাকা আরো তিন ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights