।।ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে সরকারের নানারকম উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আজ শনিবার (০৩জুন) রাতে উপজেলার ৬নং ভানোড় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাজাহারুল ইসলাম সুজন বলেন- আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের উন্নয়নের যে কাজ করছে তা আর অন্য কোন সরকারের আমলে এত কাজ করতে পারেনি। আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। জনগনের উন্নয়নের জন্যই কাজ তারা করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- এই সরকার উন্নয়নের সরকার। আমরা চাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে।
ঠাজে/এসআর/তারিখ:০৪০৬২৩/১১:৩০