আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফরিদপুর-৩: ৫ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০১:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০১:২২ অপরাহ্ণ
ফরিদপুর-৩: ৫ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন যাঁচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হোসেন তালুকদার সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টায় তার নিজ কার্যালয় যাঁচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এছাড়া তিনজনে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ আসনে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে আজাদ, জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি এসএম ইয়াহিয়া, বাংলাদেশ কংগ্রেসের এমএ মুঈদ হােসেন আরিফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন।

এ সময় ভোটার তথ্যের গরমিল থাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, হলফনামায়ও সম্পদ বিবরণীতে স্বাক্ষর না থাকায় বিএনএম থেকে গোলাম রাব্বানী খান মুন এবং হলফনামা স্বাক্ষর না থাকায় কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights