আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নন্দীগ্রামে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০৮:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০৮:১৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু
ছবি- বিডিহেডলাইন্স

।।বগুড়া প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। উপজেলায় চলতি মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৩০টাকা কেজি দরে ৭৪৫ মেট্রিকটন ধান ও ৪৪টাকা কেজি দরে ৭৪২ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাজেদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, কৃষক যেন ন্যায্যমূল্য পায় সেজন্য সরকারিভাবে ধান ও চালের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights