আজ ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ট্রেন দাঁড় করিয়ে ৪৮০ জনের নিকট হতে ভাড়ার টাকা আদায়

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০৫:৩৮ অপরাহ্ণ
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ট্রেন দাঁড় করিয়ে ৪৮০ জনের নিকট হতে ভাড়ার টাকা আদায়

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের করার সময় ৪৮০ জন যাত্রীর কাছ থেকে মোট ১০ হাজার ৮শ ৮৫ টাকা ভাড়া আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (০৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশন হতে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনে যাতায়াতকারী সব যাত্রীর টিকিট চেকিং করা হয়।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ০৩ ডিসেম্বর বুড়িমারী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে আসা ৫৫৬ নম্বর ট্রেনের সব বগির গমণকারী যাত্রীদে টিকিট চেকিং করা হয়নি।

প্রায় আধাঘন্টা ট্রেন দাঁড় করিয়ে রেখে চেকিং করার সময় টিকেট না করা ৪৮০ জন বিভিন্ন স্থানে গমণ ইচ্ছুক যাত্রীদের নিকট থেকে ১০ হাজার ৮ শ ৮৫ টাকা টিকেটের টাকা/ভাড়ার টাকা আদায় করা হয়।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, ‘লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনের সব যাত্রীর টিকেট চেক করা হয়। এ সময় যারা টিকেট করেনি তাঁদের নিকট হতে গমণ ইচ্ছুক জাগয়ার টিকেটের টাকা হিসেবে করে আদায় করা হয়।’

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights