।।বরগুনা প্রতিনিধি।।
পাথরঘাটায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ নুরুজ্জামান বাবু (৩১ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
শনিবার (২ ডিসেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নুরুজ্জামান বাবু পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের রুপধন কাটাখালী ৬নং ওয়ার্ডের হুমায়ুন কবির বাদশা’র ছেলে।
পিপুলিয়া বাজারে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, স্থানীয় একটি মাদক কারবারি চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।