।।বিডিহেডলাইন্স ডেস্ক।।
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র যথেষ্ট আন্তরিক বলে মনে করেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি বলেন- এই নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে।
রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গত ২৪মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান- সুষ্ঠু নির্বাচনে যারা বাঁধা দেবে তারা আগামীতে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না। আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এ ভিসানীতি ভূমিকা রাখবে বলে জানায় যুক্তরাষ্ট্র।
মার্কিন ভিসানীতিকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই অবস্থান নিয়ে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন- যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকেন অথবা নির্বাচন প্রভাবিত করতে পারেন, তাদের অনেকের ইউরোপ, আমেরিকায় স্বার্থ রয়েছে। তাদের সন্তানরা সে সব দেশে বাস করে। অনেকে অবসরের পর ইউরোপ, আমেরিকায় বসবাস করতে চান। তাই তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাঁধা দিয়ে মার্কিন ভিসা হারাতে চাইবেন না। ভোটে অনিয়ম করতে দ্বিধাগ্রস্ত হবেন।
তিনি আরো বলেন- মার্কিন ভিসানীতি কীভাবে বাস্তবায়ন হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন- সব রাজনৈতিক দল মনে করে, সরকার নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে। অন্য কোনো দলের কিছু করার ক্ষমতা নেই। সকল দলের অংশগ্রহণ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনের মতো অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমরা (রাজনৈতিক দল) নিজেরা মীমাংসা করতে পারি না, বিদেশিরা আসে। নিজেদের ঐক্যমত থাকলে কেউ মাথা ঘামাতে পারত না। সেই সুযোগ আমরাই তৈরি করে দিচ্ছি।