আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করে টাকা হাতানো চক্র গ্রেপ্তার

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ২৯ মে ২০২৩ @ ০৭:১৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ মে ২০২৩@০৭:১৫ পূর্বাহ্ণ
অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করে টাকা হাতানো চক্র গ্রেপ্তার

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

প্রেমের সম্পর্ক গড়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণের পর সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থসম্পদ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারক চক্রের ওই তিন সদস্য হলো- জুলেখা, নদী ও শাহিনুর শেখ।

সোমবার বিকেলে মাগুরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন- রোববার মাগুরার সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের এক যুবককে চক্রটি একটি বাড়িতে নিয়ে কৌশলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করে। যুবক পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করলে সাইবার টিম ও ডিবি পুলিশের একটি দল সোমবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, এমন ঘটনা হয়তো আরও অনেক ঘটেছে। কিন্তু অনেকেই অভিযোগ দেয় না। একজনের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে। মাগুরা শহরের এই চক্রটি একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থসম্পদ হাতিয়ে নিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights